মিরাজের পারফরম্যান্সে মুগ্ধ অশ্বিন

রবিবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ‘এক্স’ (টুইটার) অ্যাকাউন্টে ভারতের বিপক্ষে সেই শতকের স্কোরকার্ডের ছবি দিয়ে এক বার্তায় টেস্ট ক্রিকেটের নম্বর ওয়ান বোলার অশ্বিন বলেন, ‘ব্যাটার মেহেদি হাসানের উত্থান বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া।

এটা সত্যিই বাংলাদেশি লাইন আপকে আরও ভারসাম্য এনে দিয়েছে, তারা সত্যিই ভালো শুরু করেছে। গত ১২ মাস ধরে তার ব্যাটিং দক্ষতাকে বাংলাদেশ ম্যানেজমেন্ট মূল্যায়ন করেছে এবং এই খেলার পরে আরও বেশি করবে।

আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং নেমে রীতিমত রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে ক্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংসের সূচনা করেছেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে আজ বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলে রেকর্ড গড়েছেন মিরাজ।

উদ্বোধনী জুটিতে মোহাম্মদ নাইম শেখের সঙ্গে মিলে করেন ৬০ রান। এরপর নাজমুল হোসেন শান্তকেও সঙ্গ দেন দারুণভাবে। দু’জনের জুটি শতরান ছাড়িয়ে যায়। এরপর শান্তও ছুঁয়েছেন তিন অংকের ম্যাজিক ফিগার। তার আগেই অবশ্য উঠে গেছেন মিরাজ। শান্তর সঙ্গে জুটিতে ১৯৪ যোগ করে রিটায়ার্ট হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরেন এই অলরাউন্ডার।

১১৯ বলে ১১২ রানের ইনিংসে মিরাজ ৭টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ৩টি ছক্কা। মিরাজ উঠে যাওয়ার পরপরই সেঞ্চুরি পূরণ করেন শান্ত। ১০১ বলে শতরান ছুঁয়েছেন এই বাঁহাতি। শান্তর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি এটি।

আরও পড়ুন: দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

তার দুর্দান্ত ইনিংসটি সমাপ্তি হয়েছে দুর্ভাগ্যজনক রানআউটে। এক রান নিতে গিয়ে মাঝপথে চলে গিয়েছিলেন শান্ত। ফেরার সুযোগ পাননি। পা পিছলে পড়ে যান মাঝ পিচে। ১০৫ বলে শান্তর ১০৪ রানের ইনিংসটি ছিল ৯ চার আর ২ ছক্কায় সাজানো।

আরও পড়ুন: শেখ হাসিনা ও বাইডেনের সঙ্গে বৈঠক করবেন মোদি

এছাড়া মুশফিক ১৫ বলে ২৫, সাকিব শেষদিকে নেমে ১৮ বলে অপরাজিত ৩২ আর শামীম পাটোয়ারী ৬ বলে করেন ১১ রান। ৫ উইকেটে ৩৩৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ দল।