একাদশে পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
একাদশে পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ: এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এদিন হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে টাইগারদের।
এমন সমীকরণের ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। এদিন একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে আফিফ হোসেন ধ্রুবর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। তবে এখনও সুযোগ মেলেনি এনামুল হক বিজয়ের।
বাংলাদেশ- লিটন দাস, নাইম শেখ, মেহেদি হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।
আরও পড়ুন: দল ক্ষমতায় গেলে হিরো আলম রাষ্ট্রপতি হবেন ।