একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ।
একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ। লাহোরে আজ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর ম্যাচটি রূপ নিয়েছে বাঁচা-মরার ম্যাচে। সুপার ফোরে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
আরও পড়ুন:দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান
এই ম্যাচে জিতলেও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের দিকে। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে সোজা সুপার ফোরে জায়গা করে নেবে বাংলাদেশ। আর আফগানিস্তান জিতলে সমীকরণ দাঁড়াবে রান রেটের। এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
আরও পড়ুন: ডিমের কুসুমে রক্তের দাগ, এই ডিম খেলে যা হয়
এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হাসান পাটোয়ারির। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। একাদশের বাইরে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।