আফগানদের উড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারে এশিয়া কাপে সুপার ফোরে ওঠার পথটা কঠিন হয়েছিল বাংলাদেশের। তবে আফগানদের উড়িয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করল সাকিব আল হাসানের দল।
নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ব্যাটারদের কল্যাণে দ্বিতীয় ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। শান্ত-মিরাজের সেঞ্চুরিতে ৩৩৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। সুপার ফোর নিশ্চিত করতে হলে এই ম্যাচে শুধু জিতলেই হবে না টাইগারদের, মিলাতে হবে নানা সমীকরণও।
আরও পড়ুন: মিরাজের পারফরম্যান্সে মুগ্ধ অশ্বিন
ব্যাট হাতে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করানোতে সুপার ফোর নিশ্চিতের লক্ষ্যেও সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে টাইগাররা। সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে থাকতে গেলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।