অবসর নিয়ে মেসির নতুন বার্তা

আর্জেন্টাইন মহারথি লিওনেল মেসির অবসর নিয়ে নানান সময়ে কম জল ঘোলা হয়নি। ক্ষুদে জাদুকরের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো নিয়ে বিশ্বকাপের পর থেকে একের পর এক গুঞ্জন উঠেছে।কাতার বিশ্বমঞ্চে শিরোপা উল্লাসের পর মেসি জানিয়েছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। তবে সেটা ঠিক কতদিন, এমন কিছু স্পষ্ট করেননি।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার ভাষ্যমতে, আমি (বর্তমান) মুহূর্তগুলো উপভোগ করি, প্রতিটি দিন। এখানে থাকা, এখন সামনে বাছাইপর্বের ম্যাচ আসছে, তারপর কোপা আমেরিকা। বিশ্বকাপ নিয়ে ভাবনা বহু দূরে। আমরা যা পেয়েছি, তা উপভোগ করা উচিত এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত।

 

মেসি জানিয়েছিলেন, আমি এখনও জানি না কবে (অবসর নেব)। আমার মনে হয়, যখন সময় আসবে তখনই। সবকিছু জয়ের পর এখন আমি ফুটবল উপভোগ করতে চাই। অবসরের সেরা সময় কখন, সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন।

 

তবে কালেকালে সময় অনেক পেরিয়েছে। মেসির বয়সটা এখন ৩৬। বিশ্বকাপের শিরোপার জয়ের পর ক্লাব ক্যারিয়ারে ঠিকানা বদলে মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছেন তিনি। সেখানেও সময়গুলো উপভোগ করছেন। আর মেসির ছোঁয়ায় বদল এসেছে গোলাপি শিবিরে।

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেননি মেসি। সেখানে নিজের সপ্তম ম্যাচেই লিগ কাপ শিরোপা জিতেছেন তিনি। এবার মেসির সামনে হাতছানি ঐতিহ্যবাহী ইউএস ওপেন কাপ শিরোপার।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) মেসির অতিমানবীয় পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রের শতবর্ষীয় টুর্নামেন্ট ইউএস ওপেন কাপের শেষ চারে আসরের অন্যতম শক্তিশালী ক্লাব সিনসিনাটিকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টাটা মার্টিনোর শিষ্যরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গে বার্তা দিয়েছেন মেসি। সেখানে আগের কথাগুলোই পুনরাবৃত্তি করলেন বিশ্বকাপজয়ী এই তারকা।
 

অবসর ইস্যুতে অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসির ভাষ্য, আমি সত্যি বলছি, এখনও অবসর নিয়ে ভাবছি না। আমি খেলতে পছন্দ করি, বলের সঙ্গে, মাঠে থাকা, প্রতিদ্বন্দ্বিতা বা অনুশীলন করা; এসব উপভোগ করি। আমি জানি না আর কতদিন খেলবো, কিন্তু চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়, খেলাটাকে লম্বা করার।

আর্জেন্টাইন এই মহাতারকা আরও যোগ করেন, যতক্ষণ অবধি সুস্থ আছি; এরপর দেখা যাবে। পরে এসব নিয়ে ভাবার, বিশ্লেষণ করার ও বেছে নেওয়ার সময় আছে। আজকের জন্য সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে কী বাকি আছে সেটা উপভোগ করা, এটা অল্প হোক কিংবা অনেক বেশি; কিন্তু একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা থাকা।

উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইউএস ওপেন কাপের শিরোপা নির্ধারণী ফাইনালে লিওনেল মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে হাউস্টন ডায়নামো। এই ম্যাচে জয় পেলেই ক্যারিয়ারের রেকর্ড ৪৫তম শিরোপায় নাম তুলবেন আকাশি-নীল শিবিরের রাজপুত্র।